ডিজিটাল মার্কেটিং

আপনার কি অনলাইন ভিত্তিক বা প্রযুক্তি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে? তাহলে আপনার ব্যবসা বা পণ্যের জন্য প্রয়োজন মার্কেটিং। কারণ মার্কেটিং-এর মাধ্যমেই আপনি পৌছাতে পারবেন আপনার কাংখিত গ্রাহকের কাছে। কিন্তু অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় চিরাচরিত মার্কেটিং পদ্ধতি আপনার প্রতিষ্ঠানের জন্য একেবারেই কাজে আসবে না। আপনার প্রয়োজন ডিজিটাল মার্কেটিং, যেটা বর্তমানের ডিজিটাল দুনিয়ায় আপনার পণ্য বা সেবাকে অনলাইনের মাধ্যমেই আপনার কাংখিত গ্রাহকের কাছে পৌছে দেবে।

আপনার প্রতিষ্ঠানের কেন ডিজিটাল মার্কেটিং প্রয়োজন?

বর্তমান সময়ে যে কোন প্রতিষ্ঠান,পণ্য বা সেবা মানুষের কাছে পৌছে দিতে হলে ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই। ডিজিটাল মার্কেটিং এখন শুধু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানই নয়, বরং অফলাইন প্রতিষ্ঠান গুলোও তাদের পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং বেছে নিচ্ছে। এর অন্যতম বড় কারণ হলো ইন্টারনেট। বর্তমান সময়ে আপনার গ্রাহক টিভি দেখার জন্য বা পত্রিকা পড়ার জন্য যে সময় ব্যায় করে তার থেকে অনেক বেশী সময় ব্যায় করে ইন্টারনেটে। যার কারণে বর্তমানে একটি প্রতিষ্ঠান টিভি বা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বা সেবার মার্কেটিং করার চেয়ে ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল পদ্ধতির মার্কেটিং-কে বেশী গুরুত্ব দিচ্ছে যাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ছাড়া তাই বর্তমানের এই প্রতিযোগীতা মূলক যুগে কখনই আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সফল করতে পারবেন না।

ডিজিটাল মার্কেটিং – একটি সৃজনশীলতার স্থান

ডিজিটাল মার্কেটিং তথা যে কোন ধরণের মার্কেটিং মানেই ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা ছাড়া কখনই কোন মার্কেটিং ফলোপ্রসু হয়না। বিভিন্ন ধরণের পণ্যের প্রচারের জন্য বিভিন্ন ধরণের স্ট্র্যাটেজি প্রয়োজন। একই পদ্ধতিতে সকল রকমের পণ্যের প্রচার সম্ভব নয়, যার কারণেই মার্কেটিং-এ আমরা প্রয়োগ করি বিভিন্ন ধরণের স্ট্র্যাটেজি। আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আপনার পণ্য বা সেবার জন্য উপযুক্ত মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরী করে তারপরেই কাজ শুরু করি যেন আপনি সব চেয়ে কম খরচে ও কম সময়ে সর্বোচ্চ ফলাফল লাভ করতে পারেন।

এছাড়াও, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে আমাদের মার্কেটিং পদ্ধতির কোন বিকল্প নেই। আমরা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে শক্তিশালী মার্কেটিং স্ট্র্যাটেজি  এবং টুলস ব্যবহার করে আপনার প্রতিষ্ঠান বা পণ্যের ব্র্যান্ডভ্যালু তৈরী করতে সক্ষম যেটা আপনার সফলতায় আপনাকে আরো একধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।

আপনি কেন কিংক্রিয়েটর-কে আপনার ডিজিটাল মার্কেটিং-এর দায়িত্ব দেবেন?

কিংক্রিয়েটর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং এর জন্য সকল ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। ডিজিটাল মার্কেটিং-এ আমাদের আছে ৬ বছরেরও বেশী অভিজ্ঞতা। বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে আমরা ইতোমধ্যে সফলতার সাথে কাজ করেছি এবং করছি। একটি প্রতিষ্ঠানকে সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে টার্গেটেড গ্রাহক তৈরী করতে আমাদের আছে সুদক্ষ ডিজিটাল মার্কেটিং টিম, যারা সব সময় আন্তরিকতার সাথে আপনার পণ্যের ডিজিটাল মার্কেটিং সম্পন্ন করতে দৃঢ় ভাবে কাজ করবে। শুধু তাই নয়, সুদির্ঘ্য সময় ধরে ডিজিটাল মার্কেটিং-এর ফল পেতে আপনার প্রয়োজন এমন একটি প্ল্যান বা পরিকল্পনা, যেটার বাস্তবায়নের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান একটি অর্গানিক বুস্ট পাবে। গ্রাহকের কাছে আপনার প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে। আর এমনই শক্তিশালী পরিকল্পনা নিয়ে কিংক্রিয়েটর সব সময় আপনার পাশে আছে।

আপনার প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে আমাদের নিযুক্ত করতে এখনই যোগাযোগ করুন।