কাস্টমাইজড (ক্লাউড বেজড) সফট্ওয়্যার

একটি কাস্টমাইজড বিজনেস সফটওয়্যার হতে পারে আপনার অধিকাংশ ব্যবসায়িক সমস্যার সমাধান…

ব্যবসায়িক হিসাব সংরক্ষণ অথবা অফিস অটোমেশন, বর্তমান সময়ে সব ক্ষেত্রেই কাস্টমাইজড সফট্ওয়্যারের প্রয়োজন। যে সফট্ওয়্যার আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে শুধুমাত্র আপনার জন্যই তৈরী করা হবে। আর এরকম সফট্ওয়্যার তৈরীর জন্য কিংক্রিয়েটর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কিংক্রিয়েটরে আমাদের আছে দক্ষ এনালিস্ট এবং ডেভেলপার টিম যারা আপনার যে কোন সফটওয়্যার ভিত্তিক প্রয়োজনে পাশে আছে সব সময়।

আমরা তৈরী করিঃ

  • অফিস অটোমেশন সফট্ওয়্যার।
  • ব্যবসায়িক হিসাব সংরক্ষণ সফট্ওয়্যার।
  • ই-কমার্স ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন।
  • ডেলিভারি বা কুরিয়ার কম্পানির জন্য ব্যবহৃত সফট্ওয়্যার।
  • স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টাল সফট্ওয়্যার।
  • যে কোন ধরণের ম্যানেজমেন্ট সফট্ওয়্যার।
  • ব্যাংকিং এবং একাউন্টিং সফট্ওয়্যার।

 

এছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন ক্লাউড বেজড সফট্ওয়্যারের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

%

৩০% কম সময়ে

%

৫০% মূল্য সাশ্রয়ে

%

শতভাগ কোয়ালিটি

আপনি জানেন কি?

অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা প্রচুর পরিমানে অর্থ এবং সময় ব্যায় করে একটি সফটওয়্যারের জন্য এবং কিছুদিন সেটা ব্যবহার করার পরে বুঝতে পারে, সেই সফট্ওয়্যারটি আসলে তাদের সকল চাহিদা পূরণ করতে সক্ষম নয়, অথবা সফটওয়্যারটি আধুনিক ও উন্নত মানের নয়। আবার অন্যদিকে অনেক প্রতিষ্ঠান কিছু টাকা বাঁচানোর জন্য কম খরচে নিম্নমানের সফট্ওয়্যার তৈরী করে যা মানসম্পন্ন নয় এবং খুবই ধীর গতির ও ব্যবহার করা অসুবিধাজনক।

পরবর্তিতে তাদের নতুন করে সেই সফটওয়্যারটি পুনরায় তৈরীর প্রয়োজন হয় ফলে আরও সময় এবং অর্থের অপচয় হয়। তাই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফট্ওয়্যার তৈরী করার সময় অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে, এটা বর্তমানের আধুনিক ফ্রেইমওয়ার্ক এবং প্রযুক্তি ব্যবহার করে তৈরী করা হচ্ছে কিনা এবং সফট্ওয়্যারটি স্কেলেবল কিনা। কোন সফটওয়্যার স্কেলেবল না হলে পরবর্তিতে সেই সফট্ওয়্যারটিতে নতুন নতুন ‍সুবিধা বা ফিচার যুক্ত করার কোন সুযোগ থাকবে না। ফলে ভবিষ্যতে আপনার যদি নতুন কোন অপশন বা ফিচারের প্রয়োজন হয় তখন আবার নতুন করে সফটওয়্যার তৈরীর প্রয়োজন পড়বে। তাই একটি সফট্ওয়্যার তৈরীতে খরচের পাশাপাশি তার কোয়ালিটি এবং অন্যান্য বিষয়গুলোতেও নজর দেওয়া জরুরী, সেই সাথে সফট্ওয়্যার পরবর্তি মেইনটেন্যান্স এবং সাপোর্টও অনেক গুরুত্বপূর্ণ।

একটি সফট্ওয়্যার হতে পারে আপনার ব্যবসার মূল চালিকাশক্তি, প্রধান উপাদান…

বর্তমান সময়ে ছোট-বড় সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান কাস্টমাইজড ক্লাউড সফট্ওয়্যারের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা বা নিয়ন্ত্রণ করছে। ব্যবসায়িক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজন প্রচুর পরিমানে তথ্য বা ইনফরমেশন যা বিশ্লেষণ করে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। একটি কাস্টমাইজড সফট্ওয়্যার এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে আপনার ব্যবসার সকল তথ্য থাকবে আপনার হাতের নাগালে, চাইলেই বিগত কয়েক বছরের তথ্য নিয়ে তা বিচার-বিশ্লেষণ করে আপনি গুরুত্বপূর্ণ সব সিন্ধান্ত গ্রহণ করতে পারবেন দ্রুততম সময়ে। এছাড়াও সার্বক্ষণিক সমস্ত হিসাব চোখের সামনে থাকলে যে কোন ব্যবসা পরিচালনা অনেক সহজ হয়ে যায়। তাই সঠিক সময়ে সঠিক সিন্ধান্ত নিতে, আপনার কাজকে আরো সহজ করতে এবং কাজের গতি বাড়াতে আপনার প্রয়োজন একটি আধুনিক ও মানসম্পন্ন সফট্ওয়্যার।

আপনার চাহিদা অনুযায়ী যে কোন ধরণের ক্লাউড বেজড সফট্ওয়্যার তৈরীর জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।