কিংক্রিয়েটর একাডেমি

শেখা এতটা সহজ হবে, যা কেউ ভাবেনি আগে

সরাসরি ডেভেলপারদের কাছে থেকে শিখুন

আমাদের ডেভেলপারগণ সরাসরি  তাদের ওয়ার্কপ্লেস থেকে আপনাকে শেখাবে।

হাতে কলমে শিখুন

প্রজেক্ট বেজড কাজ করার মাধ্যমে একেবারে হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ

কম খরচে শিখুন

শেখার জন্য অনেক বেশী আগ্রহ প্রয়োজন হওয়া উচিত, টাকা নয়। আমাদের কোর্সগুলো তাই খুবই কম মূল্যের।

সার্টিফিকেট অর্জন করুন

আমাদের যে কোন কোর্স-এ আপনি পাবেন কোর্স কম্প্লিটেশন সার্টিফিকেট যা আপনি আপনার সিভিতেও যুক্ত করতে পারবেন।

কিংক্রিয়েটর একাডেমিতে আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু সীমিত সংখ্যক কোর্স নিয়ে কাজ করি এবং শুধুমাত্র আগ্রহী কিছু সীমিত সংখ্যক মানুষদের এই কোর্স সমূহে অংশগ্রহণের সুযোগ দিই, ফলে হাতে-কলমে উন্নত ও মানসম্মত শিক্ষা প্রদান করা আমাদের জন্য সহজ হয়। মনে রাখবেন, কিংক্রিয়েটর একাডেমি শুধুমাত্র ব্যবহারিক শিক্ষা প্রদান করে এবং সরাসরি দক্ষ ট্রেইনারের উপস্থিতিতে প্রতিটি ক্লাস সংগঠিত হয়ে থাকে, আমরা পূর্বে রেকর্ডকৃত কোন টিউটোরিয়াল ভিডিও ভিত্তিক কোর্স প্রদান করিনা। আমাদের প্রতিটা কোর্স প্রিমিয়াম এবং এমন ভাবে ডিজাইন করা যাতে যে কেউ খুব সহজেই পূর্ণভাবে শিখতে ও কাজে লাগাতে পারে।

কিংক্রিয়েটর একাডেমি শুধুমাত্র তাদের জন্য যারা কোনকিছু শেখার জন্য অনেক বেশী আগ্রহী। অন্যান্য আই.টি. ট্রেইনিং ভিত্তিক প্রতিষ্ঠানের থেকে কিংক্রিয়েটর একাডেমির পার্থক্য এটাই যে, আমরা আমাদের শিক্ষার্থীদের এমন ভাবে প্রশিক্ষণ দিই যাতে তারা আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানেই কাজ করতে পারে। আমরা মূলত আমাদের সহযোদ্ধাদের তৈরী করছি যেন তারাও বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে আমাদের সাথে একসাথে কাজ করতে পারে।

আমাদের সবগুলো কোর্স প্রিমিয়াম

যার ফলে শেখার জন্য সহজ ও কার্যকরি যা আপনাকে দ্রুত কোনকিছু শিখতে সাহায্য করবে এবং কোর্স শেষ করার পরেও আপনি আমাদের থেকে সরাসরি সাপোর্ট পাবেন।

ঘরে বসে আন্তর্জাতিক মানের কোর্স

আমাদের সব গুলো কোর্স শুধুমাত্র অন-লাইনে অনুষ্ঠিত হয়, ফলে আপনি ঘরে বসেই আন্তর্জাতিক মানের কোর্স করতে পারবেন তাও আবার মাতৃভাষা বাংলায়।

শিখলে আর কখনই ভুলবেন না

প্রতিটা ক্লাস শেষে সেই সম্পূর্ণ ক্লাসের ভিডিও ফাইল দেওয়া হয় যাতে পরবর্তীতে যে কোন সময় আপনি ঐ ক্লাসের সব তথ্য পুনরায় দেখতে পারেন এবং মনে রাখতে পারেন।